খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ
শিক্ষা ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সরকার বিগত ০৫ কার্তিক, ১৪০৩/ ২০ অক্টোবর, ১৯৯৬ তারিখ “একনেক” - এর এক সভায় সমগ্র দেশের যে সকল জেলা সদরে সরকারী মহিলা কলেজ নেই সে সকল জেলা সদরে একটি মহিলা কলেজকে জাতীয়করণ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
পরবর্তীতে, উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ২৮/১২/১৯৯৭ ইং তারিখ অনুষ্ঠিত প্রাক-একনেক সভায় “নতুনভাবে জাতীয়করণকৃত সরকারী মহিলা কলেজসমূহের উন্নয়ন প্রকল্প” শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করা হয়। এই প্রকল্পের আওতায় ২০ টি জেলা সদরে ২০ টি মহিলা কলেজকে জাতীয়করণ করার কার্যক্রম গৃহীত হয়। কিন্তু নির্বাচিত জেলা সমূহের মধ্যে খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় কোন মহিলা কলেজ না থাকায় এ দুটি জেলা ব্যতীত অপর ১৮ টি জেলার ১৮ টি মহিলা কলেজকে জাতীয়করণ করা হয় এবং অবশিষ্ট খাগড়াছড়ি ও বান্দরবান এই দু’টি জেলায় নতুন ভাবে সরকারী মহিলা কলেজ স্থাপন করার এবং উক্ত অর্থবৎসরে (৯৭-৯৮) থেকে বাস্তবায়ন শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।
“নতুনভাবে জাতীয়করণকৃত সরকারী মহিলা কলেজসমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প পরিচালকের স্মারক নং-৯৭/প(২), তারিখঃ ০২/০৩/২০০০ খ্রীঃ মোতাবেক এবং জেলা প্রশাসক, খাগড়াছড়ি এর স্মারক নং- এল.এ-৬/৯৯-৭৩ তারিখঃ ৩০/০৩/২০০০ অনুযায়ী ৩.০০ একর জমি খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের নামে অধিগ্রহণপূর্বক হস্তান্তর করা হয়। উক্ত জমিতে নতুনভাবে প্রকল্পের আওতায় প্রজেক্ট প্রোফাইল অনুযায়ী প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্রী নিবাস, বিজ্ঞান ভবন ও লাইব্রেরী ভবনসহ যাবতীয় অবকাঠামো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত হয়।
শিক্ষা মন্ত্রনালয়ের স্মারক নং: শাঃ১২/১-৩/৯৮(অংশ)/১৪৮,শাখা-১২(উন্নয়ন-২), তাং: ২৫/০২/০৩ অনুযায়ী খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজ ও বান্দরবান সরকারী মহিলা কলেজ পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করে কমিটির কর্ম পরিধি নির্ধারন পূর্বক ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তির প্রশাসনিক অনুমোদন সহ পত্র প্রেরন করে । উক্ত পত্র অনুযায়ী গঠিত কমিটি খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ৪ ও ৫ সেপ্টেম্বর ২০০৩ তারিখ বিধি অনুসরণ পূর্বক এবং মহাপরিচালকের প্রতিনিধিদের উপস্থিতিতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এবং সকল শিক্ষক কর্মচারী নির্ধারিত সময়ে যোগদান করেন ।
পরবর্তীতে ০১.০৬.২০০৯ তারিখ হতে শিক্ষক-কর্মচারীদের চাকুরি সরকারিকরণের মাধ্যমে কলেজটি পূর্ণাঙ্গভাবে একটি সরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ খাগড়াছড়ি পার্বত্য জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ হিসেবে একটি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। কোলাহলবিহীন নৈসর্গিক পরিবেশ কলেজটির অন্যতম বৈশিষ্ট্য। প্রাকৃতিক এক নয়নমুগ্ধ পরিবেশ, নানারকম বাহারী ফুল ও ফলের বাগানে কলেজ ক্যাম্পাস যেন একটি সুন্দর বাগান।